Welcome to Alumni & Corporate Relations
Corona at IIT Madras: করোনার থাবা মাদ্রাজ আইআইটি-তে, আক্রান্ত ৬৬ পড়ুয়া, ক্যাম্পাসে জারি লকডাউন – Corona at IIT Madras: Corona’s claw at Madras IIT, 6 students attacked, campus lockdown

বিবৃতি জারি করে মাদ্রাজ আইআইটি জানিয়েছে, ১০ শতাংশ আবাসিককে হস্টেলে থাকতে দেওয়া হবে। ৬৬ পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসার পর প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এবার মারণ করোনাভাইরাস থাবা বসাল মাদ্রাজ আইআইটিতে। করোনায় আক্রান্ত হলেন ৬৬ জন পড়ুয়া। আর তাই বন্ধ করা হল ডিপার্টমেন্ট, ল্যাব, লাইব্রেরি। সীমিত সংখ্যক আবাসিককে জায়গা থাকতে দেওয়া হবে হস্টেল। আক্রান্তদের সংস্পর্শে আসা ৭০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

বিবৃতি জারি করে মাদ্রাজ আইআইটি জানিয়েছে, ১০ শতাংশ আবাসিককে হস্টেলে থাকতে দেওয়া হবে। ৬৬ পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসার পর প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। যারা হস্টেলে আছেন তাঁদের প্যাকেটজাত খাবার দেওয়া হবে। পড়ুয়া, গবেষক, শিক্ষকদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কতজন গবেষক, প্রোজেক্ট কর্মী ল্যাবে কাজ করতে পারবে তার নিয়মবিধি জারি করা হয়েছে। যেসব গবেষকরা তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিলেন, তাঁদের সেই অনুমতি দেওয়া হল। একই নিয়ম প্রযোজ্য প্রোজেক্ট কর্মীদের ক্ষেত্রে। যতদিন পর্যন্ত না তাঁদের হস্টেলে থাকার বা ল্যাবে ঢোকার অনুমতি মিলছে, ততদিন পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকবে।

স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণান জানান, করোনা আক্রান্ত ছাত্রছাত্রীরা এখন ভাল আছেন। তাঁর কথায়, পড়ুয়ারা কোয়ারেন্টাইনে আছেন। তাঁদের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভাল। অযথা চিন্তা করার কোনও কারণ নেই। সারা রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিক। ক্যাম্পাসকে বর্তমানে সাময়িক লকডাউনে রাখা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে রয়েছে ৭৭৪ জন পড়ুয়া। আক্রান্ত পড়ুয়ারা কৃষ্ণা ও যমুনা হস্টেলের আবাসিক।

তামিলনাড়ুর অন্যতম হটস্পট ছিল রাজধানী চেন্নাই। বর্তমানে কমেছে আক্রান্তের সংখ্যা। রবিবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৯৫। চেন্নাইতে আক্রান্ত হয়েছেন ৩৪০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ। অ্যাক্টিভ কেস ১০ হাজার ১১৫।